মুহাম্মদ ইসমাইল হোসেন (জামালপুর জেলা সংবাদদাতা): জামালপুরে আ’লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ নেতার মামলা দায়ের জামালপুর সদরের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, তাঁর দুইপুত্র এএসএম রাইসুল হাসান ও এএসএম রাকিবুল হাসানের নামে জামালপুর সদর থানায় মামলা করেছেন গণঅধিকার পরিষদের এক নেতা।
রবিবার ২৭ জুলাই দুপুরের দিকে সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। গণঅধিকার পরিষদ নেতা মোঃ ইকবাল হোসেন জামালপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ মামলায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন তার দুইপুত্র এএসএম রাইসুল হাসান, এএসএম রাকিবুল হাসান সহ জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জাতীয় পার্টির জামালপুর জেলার সভাপতি মোস্তফা আল মাহমুদ, সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে একটি মামলাটি করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালে সকাল ১০ টা থেকে ১১ টার দিকে জামালপুর গণঅধিকার পরিষদ জেলা শাখা ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যায়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাবেক সাধারন সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুর হুকুমে যে কোন মূল্যে, প্রয়োজনে খুন করে হলেও গণঅধিকার পরিষদের কর্মসূচি প্রতিহত করতে হবে।
সেই নির্দেশে মোঃ সাকিব খন্দকারসহ আরও অপরিচিত ১৫/২০ জন দেশীয় রামদা, হকিস্টিকসহ দেশিয় অস্ত্র নিয়ে জনমনে আতংক তৈরি ও ত্রাস সৃষ্টির করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর এলোপাথাড়ি হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আল মাহমুদ ও সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আরও ১৫০/ ২৫০ জন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়েছে। ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়।
তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ী। এ মামলার বিষয়ে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন বলেন, ২০২১ সালে বিজয় দিবসে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্বৈরাচার আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করে। এতে অনেক নেতা-কর্মী আহত হয়।
এরআগেও অনেক হামলার ঘটনা ঘটেছে। আমার বাড়ীতেও হামলা হয়েছে। সেই সময় মামলা করতে পারি নাই। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক জানান, গত শুক্রবার গণঅধিকার পরিষদের সভাপতি বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন । তদন্ত করে সত্যতা পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।