মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): সুখচর ইউনিয়নের সাদুবাজারের পাশে নদীতে গত রাত আনুমানিক ১টার সময় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বালুর একটি ট্রলারের ধাক্কায় সুখচর ইউনিয়নের আফসার মাঝির নৌকা ডুবে যায়।
নৌকাটিতে থাকা ৩ জন জেলের মধ্যে ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান, অপরজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের সহযোগিতায় একজনের মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো একজন জেলের লাশ নিখোঁজ রয়েছে