এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): সকলের পরিচিত মুখ সাংবাদিক দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টুডের উপজেলা প্রতিনিধি এবং বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা শ্রদ্ধেয় সহকর্মী বড় ভাই এস মিজানুল ইসলাম।
আজ সোমবার (২৮ জুলাই) ভোর ৬টা ১০ মিনিটে তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ জোহর বাদ বানারীপাড়া হাই স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।