মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): প্রচন্ড জোয়ার ও ভারী বর্ষণের ফলে হাতিয়া উপজেলার বেড়িবাঁধ সুইচ গেট ফোল কালভার্ট ব্রিজ রাস্তাঘাট এভাবেই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে।
আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধানের লক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।