মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): রায়পুর থেকে হায়দারগঞ্জ বাজারে যেতে হলে ডাকাতিয়া নদীর উপরে শোলাখালী ব্রিজ হয়ে যেতে হয়।
বর্তমানে এই ব্রিজ দিয়ে বারী মালা মালের ট্রাক চলাচল করে সে জন্য এল ,জি ,ইডি সতর্কতা করে দিয়েছেন।
রায়পুরে ডাকাতিয়া নদীর উপরে অবস্থিত সোলাখালি ব্রিজ নামে পরিচিত প্রায় ৪০ মিটার সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। লাগানো হয়েছে সতর্কতা নেমপ্লেট!