মো:মুক্তাদির রহমান শুভ (নারায়ণগঞ্জ সদর সংবাদদাতা): সোমবার (২৮ জুলাই) রাত দশটায় ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, তারা মিয়ার টিনসেড বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
এসময় বসত ঘরগুলোর নিম্ন আয়ের বাসিন্দারা আতংকে ছোটাছুটি করে রাস্তায় বের হয়ে আসেন এবং এলাকাবাসির সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। এ বিষয়ে শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান গণমাধ্যমে জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়ে থাকে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পরে জানা যাবে।