মোঃ ইউসুফ আলী ( মাদারগঞ্জ উপজেলা সংবাদদাতা ): ময়মনসিংহের জামালপুর এর মাদারগঞ্জে- শেকড় সন্ধানী লেখক, রাজনীতিবিদ, শ্রদ্ধেয় শিক্ষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলার শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জাহাঙ্গীর আলম জিন্নাহ এর ২৪ তম শাহাদ্যৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টায় বালিজুড়ী দলীয় কার্যালয়ে মাদারগঞ্জ পৌর কৃষক দলের উদ্দোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর কৃষক দলের আহবায়ক ইছাহক আলীর সভাপতিত্বে, সদস্য সচিব স্বপন মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুরুর কাদের বাবুল খান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র যূগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারন সম্পাদক সোহেল তালুকদার, পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি রকিব লিটন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মরহুম জাহাঙ্গীর আলম জিন্নাহ এর জন্য দোয়া পাঠ করে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।