মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন সদরদপ্তর হতে কনস্টেবল পদমর্যাদার ০৫ জন পুলিশ সদস্যের বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলী হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া।
উক্ত বিদায়ী অনুষ্ঠানে সভাপতি মহোদয় বিদায়ী পুলিশ সদস্যের নিজ নিজ কর্মস্থলে পেশাদারিত্বের সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় বিদায়ী পুলিশ সদস্যদের হাইওয়ে পুলিশ,খুলনা রিজিয়নের পক্ষ হতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।