তানজিলা শাহ্ রূবী (নেত্রকোণা জেলা সংবাদদাতা): জাতীয় নির্বাচনের পরেই স্থানীয় ইউনিয়ন নির্বাচন হওয়ার সম্ভাবনায় যারা নির্বাচন করতে আগ্রহে তারা বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের কাছে প্রার্থিতা প্রকাশ করছেন এবং সরাসরি দেখা করে নিজেদের পরিচিত ও যোগ্যতা প্রমাণ এবং সমর্থন লাভের চেষ্টা করছেন।
সে লক্ষ্যেই আটপাড়া উপজেলার ৪ং বানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন গাভুরকাছের বড়বাড়ির মৃত. সিদ্দিকুর রহমানের ছেলে সুমন মিয়া । চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার আত্মপ্রকাশ করেন এবং ভোটারদের কাছে নিজেকে জানান দিচ্ছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র )সাবেক ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক ও সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের সাথে রাজনীতি করে আসছেন। শুক্রবার সকাল ১১টায় ৮নং ওয়ার্ডের বিষ্ণপুর হতে কামতলা বাজার ও পরে ১ নং ওয়ার্ডের আটিকান্দা গ্রামে নিজেকে চিনা ও জানার জন্য ঐ এলাকার ভোটারদের কাছে যান।
ঐ সময় তিনি বলেন, ৪নং বানিয়াজান ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার মন মানসিকতা নিয়ে বিভিন্ন এলাকার মানুষের কাছে প্রচারণা শুরু করেছেন।উনাকে যাচাই-বাছাই করার সময় পায় এবং ভাল-মন্দ দুটি দিক চিন্তা করে যাচাই-বাছায়ের মাধ্যমে যেন ভোটাররা সমর্থন করেন।