সাইফুল রহমান মিতু (নারায়ণগঞ্জ জেলা ফটো সাংবাদিক): "আমরা বন্দরবাসী" সংগঠনের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনে বন্দর থানাকে বিভক্ত করে দুটি সংসদীয় আসনের সাথে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বন্দরের বিশিষ্টজনদের নিয়ে সংগঠনটির সহ-সভাপতি,নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক, ব্যবসায়ী নেতা, সমাজসেবক জনাব গোলাম সারোয়ার সাঈদের সভাপতিত্বে "নাগরিক সংলাপ" অনুষ্ঠিত হয়েছে।
এই সংলাপে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি জনাব এডভোকেট আবুল কালাম, সাবেক নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, মিজান মেম্বার, আনোয়ার মেম্বার, রাসেল মেম্বার, সামসুননাহার ময়না, বন্দর প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, বন্দর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আবদুল আজিজ বাবুল, মুসাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, মোঃ আমিনুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংলাপে বক্তারা বলেন যে, বন্দর উপজেলা এবং সোনারগাও উপজেলার একত্রিকরণ মেনে নেয়া যায় না। এই আসন পূর্বের অবস্থায় দেখতে চাই। প্রয়োজনে বন্দর উপজেলাকে সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্ত করা হোক। নাহলে মহাসড়ক অবরোধ করা হবে।
সংলাপে সকলের সম্মতিক্রমে ৫টি ঘোষণা দেয়া হয়।সেগুলো হলো:
১। আমরা বন্দরবাসীরা পূর্বের অবস্থায় থাকতে চাই।
২। নতুন প্রস্তাবনা বাতিল ঘোষণা করা হোক।
৩। প্রয়োজন হলে আমাদের উপজেলাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হোক।
৪। অন্যথায় বন্দর উপজেলাকে স্বতন্ত্র আসন ঘোষণা করা হোক সোনারগাঁও উপজেলার উত্তর অঞ্চলের কিছু এলাকা নিয়ে।
৫। দাবী মানা না হলে বৃহৎ আন্দোলনের ঘোষণা।
অনুষ্ঠানের সভাপতি জনাব গোলাম সারোয়ার সাঈদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সংলাপটি শেষ হয়।