ইমদাদুল হক মিঠুন (কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা): জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা পরিষদ। শনিবার (২ আগস্ট) দুপুরে ‘চাকা ঘুরে প্রতিবাদের রিকশা-ভ্যানে জাগরণে জুলাই’ স্লোগান নিয়ে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে রিকশা চালকদের একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক জুলাই ফ্যাস্টিবল ও অভিভাবক সমাবেশ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।এ উপলক্ষে আয়োজন করা হয় ‘জুলাই কর্নার’, ফ্রি মেডিকেল ক্যাম্প, মাদকবিরোধী ক্যাম্পেইন, গ্রিন স্কুল, ক্লিন স্কুল, উদ্যোক্তা মেলা, প্লাস্টিকের বিনিমিয়ে গাছ ও কুইজ প্রতিযোগিতা।
এর আগে সকালে তরুণদের আইডিয়ায় শহরের নরসুন্দা নদীর কচুরিপানা পরিষ্কার করা হয়।জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, জুলাই শহীদদের স্মরণে জেলা পরিষদ আয়োজিত আইডিয়া প্রতিযোগিতায় তরুণদের কাছ থেকে ৩৩টি চমৎকার আইডিয়া পাওয়া যায়।
এরমধ্য থেকে ৩টি সেরা আইডিয়া নির্বাচিত করা হয়। তরুণদের কাছ থেকে পাওয়া আইডিয়াগুলো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ রবিবার অনুষ্ঠানের শেষ দিনে রয়েছে স্মারক গ্রন্থ উন্মোচন, ভিডিওগ্রাফি প্রদর্শন, গীতিনৃত্যনাট্য ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।