মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনা জেলার ডুমুরিয়া থানায় অসুস্থ ও মরা গরু জবাই করে বিক্রির অভিযোগ উঠেছে অভিযোগ পাওয়ার পরে তিন কসাইকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত, এ সময় জব্দকৃত ১২ মন মাংস মাটিতে পুতে নষ্ট করে দেয়া হয়েছে।
আজ রবিবার আনুমানিক সকাল ১০ঃ৩০ মিনিটের সময় সরকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তীর একটি ভ্রাম্যমান আদালত এই রায় কার্যকর করে। এ সময় উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল হোসেন উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চা কোনদিয়া গ্রামের মৃত কাসেমগাছির ছেলে মোস্তাক গাজী তার বয়স ৪৫ বছর, বাদুড়িয়া গ্রামের মৃত ভেলু সরদারের ছেলে ইয়াকুব সরদার তার বয়স ৫২ বছর এবং এসবপুর এলাকার জাকির মোড়লের ছেলে সাইফুল ইসলাম মোড়ল তার বয়স ২২ বছর জানা গেছে দীর্ঘদিন যাবত অসুস্থ মরা গরু জবাই করে খুলনা বরিশাল গোপালগঞ্জ এবং পিরোজপুর জেলা সদরের বিভিন্ন নামিদামি হোটেলে তারা এই মাংস বিক্রি করে আসছিল।
চুকনগর যশোর সড়কের নরনিয়া গ্রামের একটি নির্জন জায়গায় তারা এই কর্মকান্ড চালাই বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং মরা গরু দীর্ঘদিন ধরে বেচাকেনা করে আসছে, এলাকার কিছু প্রভাবশালী লোকজন এদের সাথে জড়িত রয়েছে বলে এলাকাবাসী বলছেন।
এই কাজের মূল হোতা গোপালগঞ্জের নাসির উদ্দিন এবং তার সহযোগী কেশবপুর এলাকার ইমান আলী অভিযানের সময় পলাতক ছিলেন, এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরক স্বীকারোক্তি মূলক জবানবন্দি নিয়ে (২০০৯) আইনে তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ কার্যকর করেন