এস এস আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): ফ্যাসিস্ট সরকারের সময় বানারীপাড়া খেয়াঘাট থেকে ৬ টাকা পর্যন্ত খেয়াভাড়া নেয়া হতো। এখন তো দেশে ফ্যাসিবাদ নাই, কোন দলীয় সরকার ক্ষমতায় নাই। তেলের দাম ও বৃদ্ধি পায়নি, দ্রব্য মূল্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে এবং অতীতে যতো টাকায় খেয়ার ডাক নেয়া হতো তার তুলনায় এবছর তো অনেক কম টাকায় খেয়ার ডাক কেনা হয়েছে।
তাহলে কিসের ভিত্তিতে সাধারণ জনগণের কাছ থেকে ৮ টাকা করে নেয়া হচ্ছে। ধরনের লাগামহীন কর্মকাণ্ডে দিন দিন জড়িয়ে পড়ে তাহলে আমাদের এ সকল বিষয় নিয়ে অন্যভাবে ভাবতে হবে।
একটা রক্তক্ষয়ী প্রাণপণ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে দুই হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে ও হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে হাসপাতালে কাতরাছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশ কোনোভাবেই আর কোন নতুন চাঁদাবাজ লুটেরাদের দখল করে রেখেছে।
এদের সঙ্গে যারা এ ধরনের কর্মকাণ্ড করতেছে তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি আপনার এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন, নিজেদেরকে সংযত করুন, না হইলে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে আপনাদের ভবিষ্যৎ আমরা সেই দিকেই দেখছি, আপনারা দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে নির্যাতিত, নিপীড়িত,হয়েছেন মজলুম ছিলেন,আমরা চাই না আপনাদের অবস্থা আওয়ামী লীগের মতো হোক।