মোঃ হাসান ( লক্ষীপুর জেলা সংবাদদাতা): বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া এর সভাপতিত্বে রায়পুরের এক মিলনায়তনে জনপ্রতিনিধি সমাবেশে রায়পুর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের ৯০ জন সম্ভাব্য মেম্বার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে বিগত ২ মাস পূর্বে লক্ষ্মীপুর জেলায় এক সমাবেশে ১০ টি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্য সরদার সৈয়দ আহম্মদ, মাষ্টার ইসমাইল হোসেন, রায়পুর উপজেলা জামায়াত আমির মাওলানা নাজমুল হুদা,রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট আব্দুল আউয়াল রাসেল। বক্তারা জনপ্রতিনিধিদের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার রুহুল আমিন ভূইয়া তার বক্তব্যে বলেন- সকল জনপ্রতিনিধি সমাজের মানুষের এক একজন খাদেম, সেবক, সবাই আজ থেকে নতুন রুপে এক একজন সমাজ কর্মি হিসেবে আবির্ভাব হওয়ার নির্দেশ দেন।
৬নং কেরোয়ার ইউনিয়ন জামাতে ইসলামির মনোনীত সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী গনের তালিকা
১/ নং ওয়ার্ড আব্দুল্লাহ মোহাম্মদ রিয়াজ পাটোয়ারী
২ /নং ওয়ার্ড নূর হোসেন পাটোয়ারী
৩ /নং ওয়ার্ড সৈয়দ জহিরুল মনির
৪ /নং ওয়ার্ড মাওলানা জহিরুল ইসলাম
৫ /নং ওয়ার্ড ডাক্তার কামাল হোসেন
৬ /নং ওয়ার্ড হাফেজ নাসির উদ্দিন
৭ /নং ওয়ার্ড মোঃ শাকিল মুন্সী
৮ /নং ওয়ার্ড সবুজ সিরাজী
৯ /নং ওয়ার্ড ইয়াসিন সাগর