এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): পিরোজপুর জেলাধীন নাজিরপুর উপজেলা ব্র্যাক এরিয়া অফিস থেকে মাছের পোনা বিতরণ করা হয়। জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ব্র্যাক সদস্যদের আর্থিক ভাবে স্বাবলম্বী করার জন্য উৎসাহ দান করেন।
নাজিরপুর উপজেলা ব্র্যাক কার্যালয়ে ৪১ পরিবারের মধ্যে মনোসেক তেলাপিয়া মাছের পোনা বিনামূল্যে বিতরণ করছেন, এসময় উপস্থিত ছিলেন এরিয়া ব্যবস্থাপক ( দাবি ) রেবেকা সুলতানা, ব্যবস্থাপক অমল চন্দ্র সাহা, ( দাবি ) সম্প্রসারণ কর্মকর্তা সম্রাট হোসেন সহ উপজেলা ব্র্যাকের সকল ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ।
কর্তৃপক্ষ আরো জানান উপকাভোগীরা সকলে ব্রাকের সদস্য।এভাবেই ব্র্যাক স্বাবলম্বী করে তুলছে গ্রামের শত শত দারিদ্র পরিবারগুলোকে।