জয়নাল আবেদিন (শেরপুর জেলা সংবাদদাতা): শেরপুর জেলা নকলা উপজেলা ১নং গণপদ্দী নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুলের বিরুদ্ধে। জমি দখলের অভিযোগ উঠেছে, ।বিজ্ঞ সি আর আমলে আদালত নকলা,শেরপুর। সি, আর মামলা নং ২৫৯/ ২০২৫। মোঃ আব্দুল আউয়াল পিতা মৃত মৌলভী আতাউর রহমান । সাং বাড়াইকান্দি নকলা থানা মোঃ জিয়াউল হক মোঃ জরুল হক মোঃ জসিম উদ্দিন মো: রাকিব মিয়া মো: জাহাঙ্গীর আলম মো: তাহের মো: হেলাল উদ্দিন সর্ব সাং বাড়িকান্দি তারা গণমাধ্যমকে জানাই । বিতিনভাবে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করে। সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক তাদের জমি দখল করার চেষ্টা করে।
আবুল তাদের, মিথ্যা মামলা করে বলে জানিয়েছেন। বিপক্ষে তারা হাইকোর্টে রিটকরে। বিজ্ঞ অধস্তন জজ (বর্তমানে যুগ্ম জেলা জজ) কর্তৃক প্রদত্ত অস্থায়ী নিষেধাজ্ঞার, আবেদনে হস্তক্ষেপ করার কোনও কারণ খুঁজে পাইনি। তদনুসারে, শেরপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ, বিজ্ঞ অধস্তন জজের আদেশে কোনও আইনগত ত্রুটি না পেয়ে, প্রার্থনাটি খারিজ করে দেন। তথ্য এবং প্রাসঙ্গিক নথি বিবেচনা করে, আমি নীচের উভয় আদালতের আদেশে কোনও অবৈধতা খুঁজে পাচ্ছি না।
খরচ। ফলস্বরূপ, কোনও আদেশ ছাড়াই বিধিটি বাতিল করা হয় অরিরিজলের পূর্বাভাস। অফিসকে নির্দেশ দেওয়া হচ্ছে যে রায়ের একটি অনুলিপি অবিলম্বে নিম্নোক্ত আদালতে প্রেরণ করা হোক।
অ্যাড. মফিজুর রাহুনান সহকারী কর্মকর্তা ১৮.১২.২০২৪ তারিখের আদালতের রায়ের সিডব্লিউপি ফরোয়ার্ড করা হয়েছে। তথ্য এবং নির্দেশনার জন্য শেরপুরের অতিরিক্ত জেলা জজকে জানিয়েছেন। ২. তথ্যের জন্য শেরপুরের যুগ্ম জেলা জজকে জিজ্ঞাসা করছি।” আদেশ দ্বারা সহকারী রেজিস্ট্রার। (সিভিল-১)