মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে আজ বেলা ১১ ঘটিকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমি, খুলনার আয়োজনে "জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খুলনা মোঃ হুসাইন শওকত। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের ইতিহাসে যখনই বিভিন্ন ঘটনা প্রবাহের মোড় নিয়েছে তখনই পুলিশ ভিলেন হিসেবে উপস্থাপন হয়েছে। যার প্রেক্ষিতে পুলিশের অসংখ্য ভালো কাজ ম্লান হয়ে যায়। ফলে জনমানুষের মনে পুলিশের প্রতি ক্ষোভ চলে আসে।
সরকার কিংবা কতৃপক্ষ যেভাবে পুলিশকে গাইড করে পুলিশ সেভাবেই দায়িত্ব পালন করে। কিন্তু পুলিশ বারবার হোঁচট খায়। ৫ আগস্টের পর বাংলাদেশ পুলিশ একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যদিয়ে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা পেলে পুলিশ আবার ঘুরে দাঁড়াবে, জনতার কাঙ্খিত পুলিশে পরিণত হবে।
দেশের পরিবর্তিত পরিস্থিতির পর গণতন্ত্রের পথে উত্তরণের পথ তৈরি হলেও কিছু মানুষের বিচ্যুতি ও গোষ্ঠী স্বার্থের কারণে জুলাই রেভ্যুলেশনের অর্জন হুমকির সম্মুখীন হচ্ছে। আলেম-ওলামাগণের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন মানুষ যাদের কথা ও কাজ মানুষ অনুসরণ করতে ভালোবাসে।
আপনাদের ভালো কথা ও কাজের মাধ্যমে মানুষ ভালো পথে চলতে উৎসাহিত হবে। তিনি বলেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটা ভালে কমিউনিটি বিল্ডাপ করতে পারলে সমাজ থেকে মাদক, দুর্নীতি, ঘুষসহ সকল ধরনের অপরাধ ও অনাচারের মাত্রা কমে আসবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, খুলনার পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদার।