মোহাম্মদ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা): খুলনায় শাহাদাত হোসেন শেখ (৪০)কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ৫ আগস্ট রাত ৮টায় নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাহাদাত হোসেন নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান।
এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। নগরীর সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে কুপিয়ে ও গুলি করে জখম করে ফেলে রেখে চলে যায়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,রাত ৯ -৩০ মিঃ দিকে তিনি মারা যান। পুলিশের একটি সূত্র জানায়, শাহাদাতের বিরুদ্ধে বোমা মেরে দুই পুলিশ খুন সহ একাধিক হত্যা মামলা ছিল। বেশ কিছু মামলায় তিনি খালাস ও কয়েকটিতে জামিনে ছিলেন।