মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): ওমান প্রবাসী মোহাম্মদ বাহার কে আনতে গিয়ে একই পরিবারের সাতজন নিহত ঘটনা ঘটেছে নোয়াখালী বেগমগঞ্জ চন্দ্রগঞ্জ এলাকায়। ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে মাইক্রোবাসটি ছেড়ে এসে চন্দ্রগঞ্জ আসলে মাইক্রোবাস ড্রাইভার তার চোখে ঘুম থাকার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাই।
গাড়িটিতে প্রায় ১১ জন লোক ছিল সাতজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের হারিয়ে কাঁদছে পুরো দেশবাসী! ওমান ফেরত বাহার বলেন, ‘আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই।
তখন আমার সন্তান তার মায়ের পেটে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি।’
আল্লাহ্ পাক তাদের জান্নাত নসিব করুন. এমন মর্মান্তিক এ দুর্ঘটনায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ এলাকায় সকল শ্রেণীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে শোকের মাতাম বয়ে গিয়েছে।