মোঃ হাসান (লক্ষীপুর জেলা সংবাদদাতা): সদ্য নব নিযুক্ত রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. বারি সাহেবকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে ওসি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে, এম. এ. বারি সাহেবের দক্ষ নেতৃত্বে রামগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে এবং সাধারণ জনগণ ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতভাবে পাবে।
ওসি সাহেবও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের এ শুভেচ্ছা ও সৌজন্যমূলক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।