এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): সম্প্রতি, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম মোঃ শাকিল শিকদার এবং রাজিব মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ উপজেলার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জানা যায়, শাকিল শিকদার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকের মামলাও রয়েছে। অন্যদিকে, রাজিব মোল্লার বিরুদ্ধেও এলাকায় মাদক ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর তাদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।