৭৫ রানে ছয় উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যাওয়া দলকে টেনে তোলেন টিম ডেভিড। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ১৭৮ রানের পুঁজি পায় শেষ বলে অলআউট হওয়া অস্ট্রেলিয়া। জবাবে ওপেনিংয়ে নেমে শেষ ওভারে আউট হওয়ার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে একা টেনেও জেতাতে পারেননি রায়ান রিকেলটন। জশ হ্যাজলউড ও বেন ডোয়ার্শিসের দারুণ বোলিংয়ে প্রোটিয়ারা থামে নয় উইকেটে ১৬১ রানে।
রোববার ডারউইনে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল ডারউইনে।
আট ছক্কা ও চার বাউন্ডারিতে ৫২ বলে ৮৩ রানের খুনে ইনিংস খেলে ম্যাচসেরা ডেভিড। এছাড়া ক্যামেরন গ্রিন করেন ১৩ বলে ৩৫ রান। অস্ট্রেলিয়ার আর কেউ ২০ রানও করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসেও একই গল্প। সীমানায় গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য এক ক্যাচে আউট হওয়ার আগে ৫৫ বলে ৭১ রান করেন রিকেলটন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে স্টাবসের ব্যাট থেকে। হ্যাজলউড ও ডোয়ার্শিস নেন তিনটি করে উইকেট। টি-টোয়েন্টিতে এই প্রথম টানা নয় ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। অন্যদিকে এই সংস্করণে অসিদের কাছে এটি প্রোটিয়াদের টানা ষষ্ঠ হার।