শুক্রবার , ২৮ জুন ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ঘুষ গ্রহণ না করাসহ যেসব উপদেশ দিতেন ছাগলকাণ্ডের মতিউর

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ২৮, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান বন্ধুদের নিয়মিত উপদেশ দিতেন তিনি। সহপাঠী, পরিচিতজনসহ সবাইকে তিনি সৎপথে জীবন যাপন করা, ঘুষ গ্রহণ থেকে বিরত থাকাসহ নানান ধরনের উপদেশ দিতেন।

জানা যায়, আলোচিত মতিউর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮৩ ব্যাচের ফিন্যান্সের ছাত্র। তার ব্যাচের বন্ধুদের গ্রুপ-৮৩ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে।

ওই গ্রুপে তিনি প্রতিদিন ভোরে কোরআন-হাদিসের উদ্ধৃতি দিয়ে ধর্মীয় উপদেশ দিতেন তিনি। সৎপথে চলা, সৎকর্ম করা, ঘুষ গ্রহণ থেকে বিরত থাকাসহ নানা ধরনের উপদেশ বাণী পোস্ট করতেন তিনি।

 

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত ১৫ লাখ টাকার ‘ছাগল কেনার বায়না করেন। এরপর ইফাতের ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মূলত এরপর থেকেই মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাঁকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত (ওএসডি) করা হয়। তা ছাড়া সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়।

স্বা কা/ মামুন

সর্বশেষ - সংবাদ