এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের বাধন পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ সময় জাহিদুল ইসলাম (৫৫) ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারিনি তিনি।