মোঃ গিয়াস উদ্দিন (বাগেরহাট জেলা সংবাদদাতা): উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, নূতন ঘোষগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ফকির বশির আহমেদ, শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হামিমা এবং নাশুখালি সোশাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শাইকুল ইসলাম।
সভাপতিত্ব করেন দারিয়ালা কাচনা কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা জমির হোসেন এবং সঞ্চালনা করেন নগরকান্দী সপ্তপল্লি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাকির হোসেন।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীর কল্যাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার গুরুত্বও তুলে ধরেন। দিনব্যাপী এই সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।