মোঃ গিয়াস উদ্দিন (বাগেরহাট জেলা সংবাদদাতা): বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডেহি এলাকায় আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) দুপুরে পর্যটকবাহী পরিবহন ও রূপসা-গোপালগঞ্জগামী একটি লোকাল গাড়ির সংঘর্ষ ঘটে।
এতে দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী পর্যটকবাহী পরিবহনটি জয় ডেহি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোকাল গাড়িটি বেপরোয়া গতিতে এসে পরিবহনটিকে ধাক্কা দেয়।
দরজা খোলা থাকায় ঢাকা-মুখী গাড়িতে থাকা এক বৃদ্ধ ও এক কিশোরী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।