এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): পিরোজপুরের স্বরূপকাঠিতে গত দুই দিনে কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করে বন্য কুকুরের আক্রমণ বৃদ্ধি পেয়েছে।
আক্রান্তদের মধ্যে নারী-পুরুষ ও শিশুরাও রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা জন্য অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা বা ভ্যাকসিন এর জন্য গেলে সেখানে কোন ভ্যাকসিন পাওয়া যায়নি। এটা শুধু এখন নয়, বছরে হয় তো বা দুই একবার পাওয়া যেতে পারে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।