রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের ১৫ জন গাড়িচালকের নামে বরাদ্দকৃত প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে নিয়ম বহির্ভূতভাবে এসব প্লট বরাদ্দ দেওয়ায় বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যাদের প্লট বাতিল হলো : মো. বোরহান উদ্দিন এবং মো. বেলাল হোসেনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, মো. সাইফুল ইসলাম ও মো. সফিকুল ইসলামের বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, মো. মতিউর রহমান ও মো. নুর হোসেন ব্যাপারীর নামের বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, মো. মাহবুব হোসেন ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, মো. মিজানুর রহমান ও মো. বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, মো. নুরুল ইসলাম ও মো. রাজন মাদবরের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট এবং মো. নুরুল আলম, মো. নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৫ কাঠার প্লট।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের বিষয়টি আলোচনায় আসায় ওই বিষয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে প্লট বরাদ্দের অনিয়ম চিহ্নিত হওয়ায় সেসব প্লট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের স্বাক্ষরিত পত্রে রাজউক চেয়ারম্যানকে জরুরিভিত্তিতে এসব প্লট বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।