মোঃ হাসান (লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা): যিনি হু*মকি দিচ্ছেন, তিনি নজরুল ইসলাম সরকার। রায়পুরের কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। নতুন কাউন্সিল এর তারিখ ঘোষণার পর সভাপতি প্রার্থীর জন্য মনোনয়ন নিতে গিয়ে পাননি।
প্রবাসী হওয়ায় তাকে মনোনয়ন ফরম দেয়নি বিএনপি। এতে ক্ষিপ্ত হয়ে নির্বাচন কমিশনারের উপর চেয়ার নিক্ষেপ করে ও অশৌভনীয় আচরণ করে। এরজন্য তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
গতকাল তিনি ও সাবেক সেক্রেটারি বাচ্চুর নেতৃত্বে ওই ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন বন্ধ করা দাবিতে বি*ক্ষো*ভ মিছিল করে।
আর বাকি ঘটনা ভিডিওতে… প্রকাশ্যে এ ধরনের আচরন নেতাকর্মীরা ভালোভাবে নেয়নি। তবে ইতোমধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যায়।