শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

রূপসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১৬, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মোঃ রফিকুল ইসলাম (খুলনা জেলা সংবাদদাতা):  রূপসা উপজেলার কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক কার্যক্রমে শুভেচ্ছার নিদর্শন স্বরুপ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আজ শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় খুলনা সরকারী মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মেরিন ক্যাপ্টেন শেখ মো: আবুল মাসুম আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ্ , মংলা বন্দরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সওকাত আলী, বক্তারা শিক্ষার্থীদের কে বিভিন্ন রকম দিকনির্দেশনা মূলক কথাবার্তা বলেন, কাজদিয়া উচ্চমাধ্যমিক এলামনাই এসোসিয়েশন সব সময় গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং তাদের লেখাপড়া করতে গিয়ে যেকোনো সমস্যার সমাধান করতে চান, যাতে করে মেধাবী শিক্ষার্থীরা পথভ্রষ্ট না হয়ে যায়।

বক্তারা বলেন আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ, এই কাজ দিয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী তাদের নাম স্বর্ণ অক্ষরে লিখতে পেরেছেন, এজন্য বর্তমানে যারা এই কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে তারাও যেন তাদের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারে, তারা বলেন ভালো লেখাপড়া করার জন্য যত রকম সাহায্য সহযোগিতার দরকার হয় এই এলামনাই এসোসিয়েশন থেকে করা হবে।

সকল ভক্তরা আহমেদুল কোবির চাইনিজ কে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, ফকিরহাট উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো: আসাদুজ্জামান খান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: সাইফুল ইসলাম।

প্রভাষক মেজবাহ উদ্দিন খানের পরিচালনায় বক্তৃতা করেন কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য, প্রভাষক ফালগুনি মুখার্জি, রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম, যুবদল নেতা মুন্না সরদার, মো: ওবায়দুল্লাহ, শেখ ইদ্রিস আলী, শেখ বিল্লাল হোসেন, শফিউদ্দিন শেখ, শিক্ষার্থী নওশিন আক্তার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৬১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও ১৬ জনকে সম্মাননা স্মারক প্রদান করেন।

সর্বশেষ - সংবাদ