এইচ এম শওকত ওসমান (টেকনাফ উপজেলা সংবাদদাতা): বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন। ১৬ আগস্ট (শনিবার) সকাল ৯ টায় টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে জমকালো এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিবিরের সভাপতি মো: তারেকুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী শাহ কামাল শাফি'র পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক সাইদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মমতাজ উদ্দিন কাদেরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলার সভাপতি আব্দুর রহিম নূরী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ, জেলা শিবিরের সাবেক সভাপতি রবিউল আলমসহ উপজেলা শিবিরের নেতৃবৃন্দ।