এস এম আক্তার হোসেন (নেছারাবাদ উপজেলা সংবাদদাতা): পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলার রাজবাড়ি টার্মিনাল ও খেয়াঘাট বর্তমান অবস্থা, এখান থেকে প্রতিদিন শত শত মানুষ পারাপার হয় সন্ধ্যা নদীর উপরে দিয়ে।
রাজবাড়িতে একটি ডিগ্রী কলেজ, বাজার ও হাট বসে। এই নদীর এপার থেকে ওপারে যাতায়াত করে ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় নদীতে যদি পানি বাড়ে তাহলে যাতায়াতে কতটা কষ্ট হয় তার ছবি দেখেই বুঝতে পারবেন, দেখার কেউ নেই। প্রতিদিন ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা ভিজে তাদের যেতে হয় কলেজে।
নদীর এপার থেকে ওপারে শত শত ছাত্র-ছাত্রী কলেজ যায়। এই নদী পার হওয়ার জন্য খেয়া ঘাটের যিনি খেয়াদেন তাকে ফোন দিয়ে আনতে হয়। সে নিয়মিত খেয়া দেয় না। সাধারণ মানুষ কত অসহায় তা বুঝতে পারবে নদী পারাপার হওয়ার জন্য যখন আসবেন।
স্থানীয় জনসাধারণের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অতি আকুল আবেদন, যাহাতে দ্রুত এই সংস্কার কাজটি করে এলাকার অসহায় জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য ব্যবস্থা করবেন এমনটাই আশাবাদী।