রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ফতুল্লায় দুর্বৃত্তরা কেটে ফেলল গাছ! বালি ভরাট করে জমি দখলের চেষ্টা! থানায় অভিযোগ!

প্রতিবেদক
স্বাধীন কাগজ
আগস্ট ১৭, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধি: ফতুল্লায় জমি দখলের পাঁয়তারা শুরু করেছে কোন একটি অজ্ঞাত চক্র, রাতের আঁধারে জমির গাছ কেটে বালি দিয়ে ভরাট করে জমিটা দখল করার পায়তারা করছে দুষ্কৃতকারীরা।

এ ঘটনায় আইনী প্রতিকার চেয়ে, গত ১৬ আগষ্ট রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ পত্র দাখিল করেন সেলিম আহমেদ। তিনি সাংবাদিকদের জানান, বেশ কয়েকদিন ধরে রাতের অন্ধকারে কে বা কারা আমাদের ভোগ দখলকৃত ওই জমিতে লাগানো গাছপালা কেটে ফেলছে ও বালি দিয়ে ভরাট করে অন্য কেউ জমিটি দখল করার পায়তারা করছে! এই আশংকা থেকেই ওয়ারিশ গণের পক্ষ থেকে তিনি একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তুলে ধরা হলো.. বরাবর অফিসার ইনচার্জ ফতুল্লা মডেল থানা ফতুল্লা, নারায়ণগঞ্জ।

বিষয়: অভিযোগ। যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ সেলিম আহমেদ, পিতা-মৃত: মারফত আলী, সাং-রামারবাগ, ডাকঘর-কুতুবপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমরা সেলিম আহমেদ গং ওয়ারিশ সূত্রে কুতুবপুর মৌজা সি.এস. খতিয়ান নং-২৯২, এস.এ- ২৪৯, আর.এস-৩০৬, সি.এস ও এস.এ দাগ নং-২০৭, আর.এস-৩৯০ মালিক হই বটে। উক্ত ভূমিতে রাতের আঁধারে কে বা কারা গাছ কেটে বালি বরাট করে জমিটি দখলের পায়তারা করিতেছে।

অতএব, আপনার নিকট প্রার্থনা এই যে, উপরোল্লেখিত বিষয় তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন ও ভবিষ্যত আইনি কার্যক্রমের জন্য আপনার থানায় লিপিবদ্ধ করে বাধিত করেন। সেলিম আহমেদ আরোও জানান,১৭ই আগষ্ট রাত ১টায় জমিতে ট্রাক লাগিয়ে বালি ভরাট করছে! আমরা খবর পেয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এস, আই, নন্দন চন্দ্র সরকার কে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি জানান, ডিউটি শেষ করে তিনি বিশ্রামে আছেন সকালে ডিউটিতে আছি সকালে যাবো ভাই। পরবর্তিতে আমরা কয়েকজন ওয়ারিশান ঘটনাস্থলে যাই সেখানে দেখতে পাই ট্রাক থেকে লেবাররা জমিতে বালি নামাচ্ছে তাদের কাছে জানতে চাই এখানে বালি ভরাট করছে কে? সেখানে উপস্থিত রঞ্জু নাম পরিচয়দানকারী এক ব্যাক্তি জমিটির ক্রয় সুত্রে মালিক নিজের বলে দাবী করেন।

আমরা তাকে ওয়ারিশ সূত্রের মালিক বলে জানাই, এবং কাজটা আপাতত বন্ধ রাখার অনুরোধ করি এবং তিনিও সাথে সাথেই কাজটি বন্ধ করে দেন। আজ সকাল ১১টার দিকে তদন্তকারী কর্মকর্তা এস আই নন্দন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রঞ্জুর নামে পরিচয়দানকারী ঐ লোকের সাথে ফোনে কথা বলেন, এবং আপাতত কাজটি বন্ধ রেখে আইনি ভাবে সুষ্ঠু সমাধানের পরামর্শ দেন।

সর্বশেষ - সংবাদ