মোঃ গিয়াস উদ্দিন (বাগেরহাট জেলা সংবাদদাত): “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এখন সময়ের দাবি। টেকসই উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সরকার ইতোমধ্যে মৎস্যচাষিদের নানা প্রণোদনা, প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছে। সভায় অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, সরকারি সহায়তা ও আধুনিক পদ্ধতির কারণে উৎপাদন বেড়েছে।
তবে বিদ্যুৎ সংকট ও মাছের রোগবালাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ জরুরি। সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশীয় বহু মাছ বিলুপ্তির পথে। তাই পোনা অবমুক্তকরণ, অবৈধ জাল ব্যবহার রোধ, প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধসহ সব উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি চিংড়ি মাছে অপদ্রব্য পুশ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে উপজেলার তিনজন সেরা মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।