মোঃ দিনাজ (নোয়াখালী জেলা সংবাদদাতা): আলহামদুলিল্লাহ! এক ঐতিহাসিক অর্জন — “হাতিয়া উপকূলীয় নদী বন্দর” এখন সরকারিভাবে স্বীকৃত।
সরকারি গেজেটের মাধ্যমে নোয়াখালীর হাতিয়া নদী বন্দরকে নতুনভাবে ঘোষণা করা হয়েছে এবং BIWTA’র মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।
এটি শুধুমাত্র একটি ঘোষণা নয়—এটি হাতিয়ার জন্য নৌযোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, ও অবকাঠামোগত উন্নয়নের এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিবে।
আমরা আশাবাদী, এই ঘোষণা দ্রুত বাস্তবায়ন হোক, এবং খুব শিগগিরই আমরা দেখতে পাবো হাতিয়ার বুকে একটি পূর্ণাঙ্গ নদী বন্দরের বাস্তবচিত্র।