এমদাদুল হক মিঠু (কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা): বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে জেলা শহরের স্টেশন রোডে অবস্থিত হোটেল গোল্ডেন পার্কের একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহটি উলঙ্গ অবস্থায় গামছা দিয়ে দুই হাত বাধা ছিল।
নিহত মো. নাহিদ খান অভি (৩৪) জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার আবদুল হক খানের ছেলে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি গোল্ডেন পার্ক হোটেলে এসে একটি কক্ষ ভাড়া নেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত ওই কক্ষ ভিতর থেকে বন্ধ থাকার পর ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
খবর পেয়ে পুলিশ গিয়ে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। পরে হোটেলের রেজিস্টার খাতায় ঠিকানা দেখে স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে।
ওসি আরও জানান, রাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি