গিয়াস উদ্দিন (বাগেরহাট জেলা সংবাদদাতা): বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মুলঘর গ্রামের প্রয়াত সৈয়াদ পানাউল্লাহর সন্তান অবসরপ্রাপ্ত লে. কর্নেল আরিফুল ইসলাম আজমের রোগমুক্তি কামনায় শুক্রবার (২২ আগস্ট ২০২৫) মোল্লাহাট উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ এই সেনা কর্মকর্তা দেশে-বিদেশে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন।
তার দ্রুত আরোগ্য কামনা করে উপজেলার প্রায় ১৫টি এতিমখানা ও মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে প্রতিটি প্রতিষ্ঠানের এতিম ও অসহায় শিশুদের জন্য উন্নত খাবারের আয়োজন করা হয়।
এসময় এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে মতবিনিময় এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অব.) আরিফুল ইসলাম আজমের ভগ্নিপতি শেখ ওহিদুজ্জামান দীপু। শেখ ওহিদুজ্জামান দীপু সংক্ষিপ্ত আলোচনায় বলেন, “এতিম-অসহায় শিশুদের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা একান্ত জরুরি।
আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করব।” শেষে দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ সেনা কর্মকর্তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।