সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, রাত সাড়ে ৮টায় পরবর্তী কর্মসূচি দিয়ে তারা শাহবাগ প্রস্থান করবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ করেন। এছাড়াও গান-কোটাবিরোধী স্লোগান দিয়ে শাহবাগ উত্তাল রাখেন।
এর আগে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে তাদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এসময় শাহবাগ-বাংলামোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।