সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর নির্মমভাবে আক্রমণ চালিয়েছে আন্দোলকারীরা: সাদ্দাম

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুলাই ১৫, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের সংগঠনের নেতা-কর্মীদের ওপর নির্মমভাবে আক্রমণ চালিয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ছাত্রলীগের ৩টার কর্মসূচির আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা (কোটা সংস্কার আন্দোলনকারীরা) ১২টায় কর্মসূচি দিয়েছিল। তারপরও বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু ২টা পর্যন্ত আমরা দেখেছি যে তাদের কর্মসূচিতে জমায়েত সাধারণ শিক্ষার্থীদের সে অর্থে ছিল না। দুপুর ২টার পর থেকে ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে। ৩টার দিকে কিন্তু তারা জানে বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি।’

সাদ্দাম হোসেন বলেন, ‘৩টা অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু তারা রাজু ভাস্কর্যের পাদদেশ ছাড়েনি। এবং তারা দেখেছে যে তাদের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, সাধারণ শিক্ষার্থীরা এখানে সম্পৃক্ত হয়নি, তখন তাদের আন্দোলন একটা সুপার ফ্লপের দিকে গেছে বিশেষ করে রাজাকার ইস্যুতে তোষণমূলক কথাবার্তা বলার কারণে সাধারণ শিক্ষার্থীরা এই ইস্যু থেকে পাশ কাটিয়ে গেছে তখন তারা এক ধরনের কৃত্রিম পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। এবং সেই কারণে আমরা দেখেছি যে সাড়ে ৩টার দিকে তারা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে বিভিন্ন হলে হলে গেছে, তারা জোর করে সাধারণ শিক্ষার্থীদের বের করে আনার চেষ্টা করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা যখন ছাত্রলীগের কর্মসূচিতে আসার চেষ্টা করছিল তখন তারা ছাত্রলীগ নেতাকর্মীদের বেধড়ক, নির্মমভাবে আক্রমণ চালিয়েছে, হামলা করেছে, ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকের রুমে তারা আসবাবপত্র ভাঙচুর করেছে।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘এটার কিন্তু কোনো কারণ ছিল না। আজকে কিন্তু তাদের কর্মসূচি শেষ করে তাদের নির্দিষ্ট স্থানে যাওয়ার কথা। আজকে যখন তারা বিজয় একাত্তর হলে, জসীম উদ্‌দীন হলে, মুক্তিযোদ্ধা হলে গেছে। তারা কিন্তু ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে। তারপরও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ চেষ্টা করেছে কর্মসূচিটি পালন করার কিন্তু তাদের জ্ঞানহীন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ তাদের কর্মসূচি পালন করতে পারেনি।’

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস,ষড়যন্ত্রের প্রতিবাদে কালিগঞ্জে কৃষকদলের প্রতিবাদ মিছিল

বাংলাদেশ হাইওয়ে পুলিশের খুলনা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি জাকারিয়ারের নেতৃত্বে পোস্ট পরিচালনা জোরদার

ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

নতুন দলে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, সপ্তাহ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত

ওজন কমানোর নেশা কেড়ে নিলো মেক্সিকান এই সুন্দরীর প্রাণ

১২ ডেপুটি জেলারকে বদলি

রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

খুলনার রুপসা থানায় আইচগাতী পুলিশ ক্যাম্পের অভিযানে ৬০০,পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আয়াতুল্লাহ আলী খামেনি তার পোস্টে “হায়দার” নামটি উল্লেখ করেছেন

পর্দা ও পরিবার ঘিরেই তাদের ঈদ