প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৫, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৪, ৮:৪৯ পূর্বাহ্ণ
সাক্ষাৎকারে সিএমপির বায়েজিদ থানার ওসি আইন শৃঙ্খলা রক্ষায় থানাকে মডেল থানায় রূপান্তর করব

মোঃ সিরাজুল মনির (চট্টগ্রাম বিভাগীয় সংবাদদাতা ): চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বায়েজিদ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেছেন থানা এলাকার পূর্ব-পশ্চিম উত্তর দক্ষিণ এর সকল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বায়েজিদ থানা পুলিশের চৌকস টিম রাত দিন 24 ঘন্টা প্রস্তুত রয়েছে। এলাকার যেকোনো ধরনের অপরাধ নির্মূলে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করে যাচ্ছে। গত ১৯ সেপ্টেম্বর এক সাক্ষাৎ কারে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর থেকে পুলিশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য রাতদিন কাজ করে যাচ্ছে পুলিশ বিভাগ। সাধারণ মানুষ যাতে থানায় এসে আইনগত উপযুক্ত সেবা পেয়ে সন্তুষ্ট হয় সেটার দিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। কোন স্তরের মানুষ যাতে সেবা বঞ্চিত না হয় তার জন্য মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে।
আরিফুর রহমান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র অনেকটাই পাল্টে গেছে। অতীতের বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের অনৈতিক কাজগুলো পেছনে ফেলে আগামীতে কিভাবে বায়েজিদ এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা যায় তার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে নবনিযুক্ত এই পুলিশের কর্মকর্তা।
এলাকাবাসীর সহযোগিতা কামনা করে আরিফুর রহমান বলেন বিপ্লবী ছাত্র-জনতা অসাধারণ মানুষের আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকারের সফল কাজগুলো বাস্তবায়ন করার জন্য এবং এলাকার সন্ত্রাস মাদক ব্যবসায়ী চাঁদাবাজ এবং সকল ধরনের আইনশৃঙ্খলা রক্ষার কাজে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। এলাকায় ভালো কাজ করা মানুষগুলোকে যথাযথ সম্মান এবং অপরাধ করা লোকগুলোকে আইনের আওতায় এনে যথাযথ বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে। তিনি বলেন অতীতের কিছু পুলিশ কর্মকর্তাদের অনৈতিক কর্মকান্ড পুলিশ বিভাগকে কলঙ্কিত করলেও বর্তমানে অধিক সুনামের সহিত সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে পুলিশ বিভাগ। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বর্তমান পুলিশ বিভাগ বদ্ধপরিকর। যেকোনো ধরনের প্রতিকূলতায় পুলিশ সেবা দিয়ে যাবে। হাজারো প্রতিবন্ধকতার মাঝে পুলিশ সব সময় সাধারণ মানুষের সাথেই থাকবে। আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে অপরাধকে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন বায়েজিদ থানা পুলিশের সুদক্ষ টিম সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে। আগামীতে যাতে কোন ভুক্তভোগী পুলিশি কর্মকান্ডে কোন প্রকারের খারাপ অভিযোগ করতে না পারে তার জন্য একটি স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। তার জন্য সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান জানান কোন এলাকায় বিচ্ছিন্ন ঘটনা চোখে পড়ার সাথে সাথে আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশ দ্রুত সময়ে ঘটনাস্থলে হাজির হয়ে উপযুক্ত ব্যবস্থা নিবে। এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার শপথ করেন তিনি।
এলাকার মাদক নির্মূলে জিরো টলারেন্স পদ্ধতিতে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন মাদক নির্মূলে কারো কোন অনৈতিক আবদার রক্ষা করা হবে না। যে কোন মূল্যে বায়েজিদ এলাকা থেকে মাদক কারবারি ও মাদক সেবিদের নির্মূল করা হবে। মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে বায়েজিদ থানাকে মডেল থানায় রূপান্তর করার জন্য রাতদিন কাজ করে যাব।
Copyright © 2025 স্বাধীন কাগজ. All rights reserved.