শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সাতক্ষীরার তালার খেশরা নায়েব আশরাফুজ্জামান ঘুষ নেন গুনে গুনে, লিখিত অভিযোগ করেও নেই প্রতিকার

প্রতিবেদক
স্বাধীন কাগজ
অক্টোবর ১৯, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এম ইদ্রিস আলী (সাতক্ষীরা সংবাদদাতা):  সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে সরকারি সেবা প্রদানের বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগ উঠছেন। এই বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলেও কোন প্রতিকার মিলছেনা।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়,সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুজ্জামান খাতা খুলে ঘুষ বাণিজ্যের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। কোন কিছুতেই বন্ধ হচ্ছেনা তার ঘুষ গ্রহণের কারবার। জানা যায়, নানা রকম অনিয়মের কারণে পূর্বের নায়েব গগন বাবুকে খেশরা ইউনিয়ন ভূমি অফিস থেকে বদলি করা হয়।

পরবর্তীতে আশরাফুজ্জামানকে শ্যামনগরের রতনপুর থেকে বদলি করে খেশরা ইউনিয়ন ভূমি অফিসে পাঠানো হয়। শ্যামনগর উপজেলার রতনপুর ভূমি অফিসের নায়েব থাকা কালে ঘুষ গ্রহন সহ নানা অনিয়মের কারনে বদলি হতে হয় আশরাফুজ্জামানকে। রতনপুর থাকা কালিন সরকারি বাজারস্থের জায়গার দোকান বরাদ্দে লাখ লাখ টাকা ঘুষ গ্রহনসহ বিভিন্ন অনিয়মের কারণে সেখান থেকে বিতাড়িত হতে হয় তাকে। তালার খেশরা ভূমি অফিস টি পাটকেলঘাটা এসিল্যান্ড অফিস ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে দুর্গম এলাকায় হওয়ায় সেখানে ঘুষ বাণিজ্যের রাম রাজত্ব খুলে বসেছে এই ঘুষখোর নায়েব আশারফুজ্জামান। টাকা ছাড়া করছেন না কোন কাজ। প্রতিটি ফাইল যেন টাকার বক্স বলে মনে কাজ করেন তিনি। তথ্য অনুসন্ধানে তার একাধিক নমুনা পাওয়া গেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর ভুক্তভোগীদের এক লিখিত অভিযোগে জানা যায়, খেশরা ভূমি অফিসের বর্তমান নায়েব আশরাফুজ্জামান ভূমি অফিসে যোগদানের পর থেকেই প্রতিটি নাম জারির রিপোর্ট প্রদানে ১ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত উৎকোচ গ্রহণ করেন। অন-লাইনে খাজনা দেওয়ার জন্য চার হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের অগ্রিম টাকা। খাজনার টাকা নেওয়ার পরে দুই থেকে এক সপ্তাহের মধ্যে চেক- দাখিলা দেন। তখন খাজনার চেক – দাখিলায় টাকার পরিমাণ দুই-তিন শত টাকা উল্লেখ থাকে। অথচ একটা চেক – দাখিলার বিপরীতে মোটা অংকের টাকা নেওয়ার বিষয়টি বললে বাকি টাকা তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে ফেরত দেয় না।

তিনি আদালতের তদন্ত প্রতিবেদনে ক্ষেত্রে দুই পক্ষের নিকট থেকে ঘুষ গ্রহন করেন। যারা পরিমানের বেশি দেন তাদের পক্ষে আদালতে প্রতিবেদন জমা দেন। অফিসে তার মনোনীত পোষ্য দালাল ছাড়া তিনি কোন কাজ করেন না বলে জানান ভুক্তভোগী অভিযোগকারীরা।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ( নায়েব) আশরাফুজ্জামান এর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে তার বক্তব্য নিতে গেলে বিষয়টি নিয়ে কোন মন্তব্য না করে এড়িয়ে যান।

এ বিষয়ের পাটকেলঘাটাস্থ তালা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার( ভূমি) আব্দুল্লাহ আল আমিন এর সাথে কাছে জানতে চাইলে তিনি জানান, আশরাফুজ্জামান এর নামে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(২য় পর্বে) থাকছে ঘুষ বানিজ্যে কোটিপতি বনে যাওয়া নায়েব আশরাফুজ্জামানের বিলাশী জীবন………………………………………

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পূর্বাচলে শিল্পপতির সাত টুকরা লাশ , প্রেমিকা রুমা আটক

ভাটিয়ানী ঈদগাহ নূরানী, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবন উদ্বোধন

আর্মি এভিয়েশন বেসিক কোর্স সম্পন্ন করলেন ২৪ কর্মকর্তা

চট্টগ্রামে আইনজীবী হত্যা জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি নাগরিক কমিটির

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলা উচ্চ আদালতের রায় কার্যকরের দাবিতে মানববন্ধন

ব্যাংক কর্মকর্তা অনুজ দাশ এর ভয়ঙ্কর ফাঁদে ঠিকাদার ফরিদুল আলম

বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন কারখানা স্থাপনে চীনকে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে তরুণীদের মারধরের ঘটনায় জড়িত যুবককে গ্রেফতার প্রসঙ্গে

মাদারগঞ্জের মহিষবাথান পূর্বপাড়ায় দীর্ঘ ৩০ বছর পর ডাকাতির চেষ্টা, আহত গৃহকর্তা জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন৷

ঝিনাইগাতীর ডাকাবরে দীর্ঘ সাড়ে চার যুগেও নির্মিত হয়নি একটি সেতু, জনসাধারণের দুর্ভোগ চরমে