শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজারগুলো। নানা জাতের শিম, ফুলকপি, বাধাকপি, শালগমসহ অন্যান্য সবজির বিপুল সমাহার দোকানে। দাম নেমে এসেছে গত কয়েক সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে।
সবজিতে স্বস্তি মিললেও মাছের বাজার গরম। ইলিশসহ প্রায় সব মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে। লিটারে আট টাকা বাড়ানোর পর পর্যাপ্ত সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের।
এদিকে, নতুন করে অস্থিরতা চালের বাজারে। আমন ধান কৃষকের ঘরে উঠতে শুরু করলেও এর প্রভাবই নেই চালের বাজারে। এই মৌসুমে চালের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে আমদানীর পরামর্শ তাদের।
অন্যদিকে, আগের দামেই বিক্রি হচ্ছে ব্রয়লার ও সোনালী মুরগি।