সোমবার , ১৩ জানুয়ারি ২০২৫ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

গাইবান্ধায় কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জানুয়ারি ১৩, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

এ কে এম আজহারুল ইসলাম সবুজ (গাইবান্ধা জেলা সংবাদদাতা):   গাইবান্ধায় কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। ফলে বাড়তি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বস্তা নন ইউরিয়া সার ৩০০-৪০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। এ নিয়ে কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছে মোবাইলে ও সশরীরে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার হয়নি। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কয়েকজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন।

সেখানে বলা হয়েছে, প্রতিটি ইউনিয়নে বিসিআইসির এক বা একাধিক ডিলার রয়েছে। কিন্তু তারা প্রায় সব সময় সার সরবরাহ অপ্রতুল জানিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে রাখেন।

ফলে জমিতে সময় মতো সার প্রয়োগের প্রয়োজনে বেশি দাম দিয়ে খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার সংগ্রহ করতে বাধ্য হন। তারা আরও অভিযোগ করেন, প্রতি ইউনিয়নে ডিলার থাকলেও তারা সেখানে একটি ঘর নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে অল্প কিছু সার বিক্রি করেন। বাকি সার উপজেলা সদরসহ কয়েকটি বড় বাজারে স্থায়ী দোকান থেকে অতিরিক্ত দামে বিক্রি করেন।

বাড়তি দাম দিলে এসব দোকান থেকে সব সময়ই সার কিনতে পাওয়া যায়। তবে এ সব সারের কোনো বিক্রয় মেমো দেওয়া হয় না। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের পুনতাইড় গ্রামের কৃষক মো. জুয়েল রানা বলেন, কয়েকদিন ঘুরেও ন্যায্য মূল্যে সার কিনতে পারিনি।

এক হাজার ৩৫০ টাকা দরের টিএসটি সার ৩০০ টাকা বেশি চাওয়ায় কৃষি অফিসে ফোন করি। সেখান থেকে জানানো হয়, তিন-চার দিন পরে সরবরাহ হলে স্বাভাবিক দামেই সার পাবেন। কিন্তু তিন-চার দিন পরে দোকানে গিয়েও ন্যায্য মূল্যে সার পাওয়া যায়নি। গাইবান্ধা সদর উপজেলার কৃষক কামাল বলেন, বোরো ধান লাগানোর আগে সার নিয়ে যে সিন্ডিকেট শুরু হয়ে গেছে। ধান লাগানোর পর যে এবার কি হবে বলা মুশকিল। তবে সার ডিলাররা বেশি দামে সার বিক্রি করার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, সারের সরবরাহ থাকলে নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে।

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের ডিলার নাজির হোসেন প্রধান বলেন, বর্তমানে সারের সংকট নেই। সরকার নির্ধারিত মূল্যেই সার বিক্রি করা হচ্ছে। অন্যদিকে শালমারা ইউনিয়নের ডিলার জাহাঙ্গীর আলম তার নিজেরসহ আরও দুজন ডিলারের সার একাই বিক্রি পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। তিনি মেসার্স জমিলা খাতুন, মেসার্স নাজির হোসেন প্রধান ও মেসার্স তাজুল ইসলাম টুকু নামে বিএসএফআইসি ছাড়াও বিএডিসির একটি লাইসেন্সে ব্যবসা করে থাকেন।

এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্য ডিলারের সার বিক্রির ব্যাপারে কিছুটা সাহায্য করি মাত্র। শিবপুর ইউনিয়নের ডিলার শহিদুল ইসলাম বলেন, তার স্ত্রীর নামে আরেকটি লাইসেন্স রয়েছে। সেটার জন্য মহিমাগঞ্জ বাজারে ব্যবসা করি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্ষুদ্র সার ব্যবসায়ী বলেন, বিসিআইসি ছাড়াও বিএডিসির ডিলাররা সিন্ডিকেট করে সার বিক্রি করেন। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অভিযোগ পেয়ে অসাধু ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ শুরু করেছি।

কোনোভাবে সিন্ডিকেট করে বেশি দামে সার বিক্রি করতে দেওয়া হবে না। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, অভিযোগের প্রেক্ষিতে কৃষি বিভাগকে তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. খোরশেদ আলম জাগো নিউজকে বলেন, সার নিয়ে কেউ সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

স্পেনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

পাইকগাছায় চুরি ও নিয়মিত মামলার ৬ আসামি গ্রেপ্তার

হুমকি দেওয়া হয়েছিল তামিমকে!

শেখ হাসিনার ফোনালাপ ফাঁস, ট্রাম্পের ক্যাম্পেইনে থাকার নির্দেশ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মুহাম্মাদ সাইফুল্লাহ

শেরপুরে ডিবি হেফাজতে বিএনপি নেতা মৃত্যু: সাবেক পুলিশ সুপারসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় দৈনিক স্বাধীন কাগজ পত্রিকার অগ্রগতি প্রসঙ্গে আলোচনা সভা

কেনো তারেক রহমান – এই মুহূর্তে দেশের সর্বাপেক্ষা গ্রহনযোগ্য ও জনপ্রিয় নেতা?

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রাথমিক ও মাধ্যমিকে ৬ কোটি ৮ লাখ ১৯ হাজার ৪৪টি বই বিতরণ