শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

সরকার গঠন করলে প্রধান কাজ হবে দেশ পুনর্গঠন

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। আমাদেরও প্রত্যাশা এই কাজটি যত দ্রুত সম্ভব সেটি করুন। আর সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সমর্থ হলে, আমাদের প্রধান ও জরুরি কাজ হবে দেশ পুনর্গঠন করা।’

শনিবার যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের ঈদগাহ ময়দানে সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান।

তারেক রহমান বলেন, ‘আজ অনেকেই সংস্কারের ভালো ভালো কথা বলছেন, বলতেই পারেন। কেননা আপনারা দেশ ও দেশের কল্যাণ নিয়ে ভাবছেন। কিন্তু বিএনপির সঙ্গে তাদের পার্থক্য হচ্ছে-অন্যরা আজ যে সংস্কারের কথা বলছেন, বিএনপি সেই সংস্কারের কথা আজ থেকে আড়াই বছর আগে ৩১ দফার মাধ্যমে দেশবাসীর সামনে উপস্থাপন করেছে। স্বৈরাচার যখন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গুম-খুনের মাধ্যমে অস্ত্রের জোরে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল, সেই সময় তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের বলেছে, তোমরা দেশকে ধ্বংস করেছ, আমরা দেশকে পুনর্গঠন করব।’

তারেক রহমান বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে আমরা যেমন দলকে পুনর্গঠন করব, আসুন শপথ নিই, প্রতিজ্ঞাবদ্ধ হই-আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হবে প্রিয় মাতৃভূমিকে পুনর্গঠন করা। দেশের সব কাঠামোকে আমাদের মেরামত করতে হবে-এটিই আমাদের প্রত্যাশা।’

জুলাই গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছরের সফল আন্দোলন সংগ্রামের ফসল জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে খুনি-লুটেরা স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। কোটির কাছাকাছি বেকারদের কর্মসংস্থান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি আবার চালু করা। এর মাধ্যমে কৃষকের সেচের পানির ব্যবস্থা করা। শুকিয়ে যাওয়া খাল-বিলে যাতে আবারও পানিপ্রবাহ শুরু হয়। আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দৃঢ় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যাতে শিক্ষার সুযোগ তাদের কাছে পৌঁছে যায়। নারীর কর্মসংস্থানের সৃষ্টি, যাতে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পায়। এ দেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন, যাতে চিকিৎসাসেবা নিতে আর কাউকে বিদেশে যেতে না হয়। দেশে থেকেই যেন তারা স্বাস্থ্যসেবা পেতে পারে।

অনেকেই ক্ষমতার ভারসাম্য ও রাজনীতির গুণগত মান প্রতিষ্ঠা করার কথা বলছেন-উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘এগুলো অবশ্যই প্রয়োজন আছে। আপনাদের বলি-আজ যশোর বিএনপির সম্মেলন হচ্ছে। শুধু যশোর নয়, রাজনীতির গুণগত মান পরিবর্তনে বিএনপি গোটা দেশে সেই পরিবর্তন আনার জন্য নানা উদ্যোগ নিয়েছে।’

বিএনপি একটি বিশাল দল উল্লেখ করে তিনি বলেন, ‘এই সম্মেলনে ১৬১৬ জন কাউন্সিলর, এদের মধ্যে এমন কাউকে পাওয়া যাবে না, যাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকার মিথ্যা ও গায়েবি মামলা দেয়নি। দলের ৬০ লাখ নেতাকর্মীর নামে ওই রকম মিথ্যা ও গায়েবি মামলা রয়েছে।’

সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় সদস্য টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি প্রমুখ।

যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল, সাধারণ সম্পাদক দোলোয়ার : ১৬ বছর পর নেতাকর্মীদের ভোটের মাধ্যমে যশোর জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। শনিবার দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক তিনটি পদে রবিউল ইসলাম ১৩৪১ ভোট, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ৮৪৫ ভোট, শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যশোর টাউন হল আলমগীর সিদ্দিকী হলে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল নেতা মুজাহিদুল ইসলাম টনি’র অসুস্থ মায়ের শয্যা পাশে বিএনপি নেতা মনা।

সংস্কারের নামে গনতন্ত্রের বিরুদ্ধে কোন অপকৌশল দেশবাসী মেনে নিবেনা- আরিফুল হক চৌধুরী

ফ্যাসিবাদমুক্ত নববর্ষের আনন্দ শোভাযাত্রা

উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ

স্বৈরাচারের মাথা পালালেও রয়ে গেছে লেজ : তারেক রহমান

ধামইরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা

উপসচিব হলেন পদোন্নতি বঞ্চিত ১১৭ কর্মকর্তা

ছাত্র-জনতার সাথে আন্দোলনকারী আ. লীগের সংঘর্ষ

জামালপুরে কর্তৃপক্ষের গাফলতির কারনে ১৭ এইচএসসি পরীক্ষার্থীর কপাল পুড়লো।”” বন্ধ হলো প্রাতিষ্ঠানিক কার্যক্রম

খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ