তানজিলা শাহ্ রূবি (নেত্রকোণা সংবাদদাতা): নেত্রকোণায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এন ডি এম )নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার শ্যামগঞ্জ বাজার এনডিএম এর জেলা কার্যালয়ে এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনডিএম এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও পূর্বধলা -৫ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম আর মাসুম, সঞ্চালনায় ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন খান সাদ্দাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আদনান সানি, বিশেষ অতিথি ছিলেন যুব আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেল, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল , নেত্রকোণা ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সম্পাদক সাগর চৌধুরী, পূর্বধলার যুব আন্দোলনের আহ্বায়ক কামরুজ্জামান টিটুসহ এম ডি এম অঙ্গ সংগঠনের ও বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা এর সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে পূর্বধলা – ৫ আসনে এনডিএম এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এম আর মাসুম দলীয় মনোনয়ন নিয়ে এমপি নির্বাচন করবেন বলে আত্মপ্রকাশ ও করেন।