মঙ্গলবার , ৪ জুন ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

ইসির সিদ্ধান্ত স্থগিত, রাঙ্গাবালীর ৩ জনের প্রার্থিতা বহাল

প্রতিবেদক
স্বাধীন কাগজ
জুন ৪, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন -ইসির সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (৩ জুন) তিন প্রার্থীর রিটে শুনানির পর বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মুহম্মদ মাহাবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। তিন প্রার্থী হলেন- চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী পারভীন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘হাইকোর্টের আদেশের ফলে তিন প্রার্থী নির্বাচনে থাকছেন।’

 

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৩১ মে নির্বাচন কমিশন সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমানকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এই তিন প্রার্থীকেও হাজির হতে বলা হয়।

গতকাল রবিবার (২ মে) প্রতিমন্ত্রী ও তিনপ্রার্থী ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দেন।

প্রতিমন্ত্রী লিখিতভাবে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করেন। কিন্তু ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, কমিশন চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী পারভীনের প্রার্থিতা বাতিল করেছে।

 

পরে ইসির এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিন প্রার্থী। শুনানির পর ইসির সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন।

আগামী ৫ জুন এ উপজেলায় ভোটের তারিখ।

সর্বশেষ - সংবাদ