রফিকুল ইসলাম চাকলাদার ( চট্টগ্রাম জেলা সংবাদ দাতা): চট্টগ্রাম জেলার অন্তরগত মীরস্বরাই উপজেলার আবুতোরাব বাজারে রয়েল বাট রেস্তোরাঁ এন্ড ক্যাফে এস এস সি ৯২ ব্যাচের উদ্যোগে উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে পরিচালনায় ছিলেন ছাগলনাইয়া উপজেলার শ্রেষ্ট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার। উক্ত সভায় সভাপতিত্ব করেন আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারাধন চন্দ্র নাথ।উক্ত সম্মাননা স্মারক অনুষ্ঠানের সম্মানিত অতিথি ও সকল শিক্ষকগনকে ফুল বরন করে নেওয়া হয়।এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মীরস্বরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
উক্ত অনুষ্ঠানে এস এস সি ৯২ ব্যাচের সকলে নিজ নিজ পরিচয় তুলে ধরেন। পরবর্তিতে উপস্থিত শিক্ষকগন নিজের অতিত জীবনের সৃতিচারন করেন এবং একপর্যায়ে আবেগতাড়িত হয়ে পড়েন।উক্ত সম্মাননা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ- সভাপতি মোঃ আলাউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন প্রবীর নাথ,নুরেরছাফা, প্রনব বড়ুয়া, বিকাশ দে,লিটন কান্তি দাস,আশিষ বড়ুয়া, প্রবাল বড়ুয়া, শেখ ফরিদ,মোঃ নাছির উদ্দীন, সলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, মোঃ সোলেমান, অর্জুন নাথা,সনজিত নাথ,অরুণ নাথ,মোঁ মেজবাহ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময় প্রদান অতিথি তাহা এত বক্তৃতায় বলেন আপনারা আজ যাহা করে দেখিয়েছেন সেই জন্যে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে অনেক কিছু শেখার আছে। এবং আপনারা করতে পেরেছেন। আপনারা সফল। আপনাদের সফলতা আমাদের সফলতা এই বলে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে জীবন সুন্দর ভাবে গঠন প্রক্রিয়ায় এগিয়ে যাবেন বলে জানান।