বুধবার , ১১ ডিসেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-বিচার
  6. আন্তর্জাতিক
  7. ইসলাম
  8. ঈদুল ফিতর
  9. ক্যাম্পাস
  10. ক্রিকেট
  11. খুলনা
  12. খেলা-ধুলা
  13. চট্টগ্রাম
  14. জাতীয়
  15. ঢাকা

চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন নাকচ

প্রতিবেদক
স্বাধীন কাগজ
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবদেন নাকচ করেছেন আদালত। এ ছাড়াও নথি উপস্থাপন ও জামিন শুনানির তারিখ এগিয়ে আনার আবেদনও নাকচ করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে রবীন্দ্র ঘোষ নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তিনটি আবেদন করেছিলেন। চিন্ময়ের পক্ষে শুনানির করার জন্য আবেদন, মামলার নথি উপস্থাপন ও চিন্ময়ের মামলার জামিন শুনানির তারিখ ২ জানুয়ারি থেকে এগিয়ে আনার আবেদন করেছিলেন। তার সঙ্গে চট্টগ্রাম বারের কোনো আইনজীবী ছিলেন না। আসামির পক্ষে ওকালতনামা ও ফাইলিং আইনজীবীরও লিখিত অনুমতি ছিল না তার কাছে।

তাই আদালত তার দরখাস্ত নট মেইন্টেইনেবল বলে নামঞ্জুর করেছেন।’

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘চিন্ময়ের আগাম জামিন শুনানির আবেদন করা আইনজীবী কোনো ওকালতনামা দেননি তার পক্ষে মামলা লড়ার। চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ কোনো ওকালতনামা দেননি তার পক্ষে মামলা লড়ার। এ ছাড়া শুভাষিশ শর্মা মামলা লড়ার জন্য রবীন্দ্র ঘোষকে লিখিত কিছু দেননি।

সব মিলিয়ে আদালত রবীন্দ্র ঘোষের আবেদন নাকচ করে দেন।

তিনি আরো বলেন, বুধবারও আসামি রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে দুজনের জামিনের শুনানি ছিল। কিন্তু তাদের পক্ষে আদালতে কেউ আসেনি। আদালত আগামী ২ জানুয়ারি তাদের জামিন শুনানির দিন ধার্য করেছেন।

চিন্ময় দাসের মামলায় ঢাকা থেকে আইনজীবীকে আসাকে কেন্দ্র করে আদালতে বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, ‘শুনানি চলাকালে রবীন্দ্র ঘোষ বলেন, যেভাবেই হোক আমাদের এক আইনজীবী মারা গেছেন। এই কথা বলার পরপর আইনজীবীরা প্রতিবাদ করেন। এজলাসের ভেতর হৈচৈ হয়। এই সময় উপস্থিত আইনজীবীরা উনার ওপর ক্ষুব্ধ হন। পরে রবীন্দ্র ঘোষের শুনানি শেষে আদালত আদেশ দিয়েছেন। সর্বশেষে কোতোয়ালি থানা পুলিশ এসে রবীন্দ্র ঘোষকে নিয়ে গেছে। কেউ তাকে ডিস্টার্ব করেননি।’

সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালতে সাংবাদিকদের বলেন, নিরাপত্তার কারণে চিন্ময়ের আইনজীবী ৩ ডিসেম্বর শুনানিতে অংশ নিতে পারেননি। আজ বুধবার আগাম জামিন শুনানির আবেদন করা হয়। কিন্তু আইনজীবীদের বাধার মুখে আদালত তা নাকচ করে দেন। তিনি দাবি করেন, মক্কেলের ওকালতনামা ছাড়া একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তিনি মামলা লড়তে পারেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে ভক্ত-অনুসারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় চিন্ময় অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আফিল নামে এক আইনজীবী নিহত হন। তার মৃত্যুর জন্য ইসকন সদস্যদের দায়ী করেছেন আইনজীবীরা।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে নিহতের পরিবার মামলা করেছে। মামলায় এজাহারনামীয় এবং অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান, আইনজীবী ও বিচার প্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরো পাঁচটি মামলা হয়েছে। এই ছয় মামলায় এখন পর্যন্ত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে হত্যার দায় স্বীকার করে চন্দন দাশ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

সর্বশেষ - সংবাদ

আপনার জন্য নির্বাচিত

দৈনিক স্বাধীন কাগজ

অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

নাশকতা মামলায় জামালপুরে জিয়া সাইবার ফোর্সের আহবায়ক শুভ পাঠানসহ ডিবির হাতে গ্রেফতার-০৫

বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চাই : নাছিম

আউটসোর্সিং কর্মীদের সুখবর দিল সরকার

উন্নয়ন বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে পরিবহন-বিদ্যুৎ-গৃহায়ণ খাত

শেরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ লিখে ডিজিটাল ইলেকট্রনিক প্রদশর্ন আটক ২

সাংবাদিকের ওপর হামলা; সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ সভা

শেরপুরে হাতি সংরক্ষণ সমন্বয় কমিটির সভায় ইআরটি টিমকে শক্তিশালী করার তাগিদ

লাগেজ ভরে স্বামীর জন্য যা নিয়ে গেলেন ফারিণ