মোঃ আল-আমিন (বিশেষ সংবাদদাতা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার আনারপুরা নামক স্থানে, মেঘনা গ্রুপের ফ্রেশ ফিড বোঝাই একটি ট্রাক ইউ টান নিতে গিয়ে রোড ডিভাইডার এর উপরে উঠে গেলে ট্রাকটি উল্টে যায়, এতে পিছন থেকে আসা নোয়াখালী লক্ষীপুর থেকে ঢাকাগামী জোনাকি সার্ভিস নামের একটি বাস,ট্রাক থেকে সাইড নিতে গিয়ে, গতি নিয়ন্ত্রণ না করতে পারায় গাছের সাথে সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই একজনের নিহত ও বেশ কয়েকজন আহত হয়। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে(গজারিয়া) নেয়া হয়।
নিহত কে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই দুর্ঘটনার কারণে রাস্তার চট্টগ্রামমুখী এবং ঢাকা মুখী দুই আংশে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ রেকার এর মাধ্যমে গাড়ি দুটি কে সরিয়ে দেয় এবং ধীরে ধীরে রাস্তা স্বাভাবিক হতে শুরু করে।