মো: আল আমিন (বিশেষ সংবাদদাতা): কুমিল্লার গৌরীপুরে আমিরাবাদ নামক স্থানে ড্রাম ট্রাক সতর্কতা অবলম্বন না করেই ইউটার্ন নেয়ার সময় ঢাকা মুখী কাভার ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কাভার ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়,আহতদের দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) নিয়ে যাওয়া হয়। ড্রাম ট্রাকের চালক দ্রুত পালিয়ে যায়। এই দুর্ঘটনার কারণে রাস্তায় তীব্র যানজট এর সৃষ্টি হয়।
খবর পেয়ে “দাউদকান্দি হাইওয়ে পুলিশ” ঘটনাস্থলে যায়,এবং গাড়ি দ্রুত সরিয়ে রাস্তা স্বাভাবিক করে।